নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সুখ কিংবা দু:খ, এলাকার উন্নয়ন অথবা সকলের মঙ্গল ও শান্তি কামনা করে দোয়ায় প্রার্থনায় ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগন এক সেটা বন্দরের মানুষ আবারো প্রমান করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বৃহস্পতিবার ৭ জুন বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার পূর্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানের মঞ্চে আওয়ামীলীগ, জাতীয় পার্টি এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে দোয়ায় অংশ নিয়েছেন।
সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, পবিত্র রমজান মাস এবাদতের মাস, সংযমের মাস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং অপরের ভুল করে ক্ষমা করার মধ্য দিয়ে আল্লাহকে সন্তোষ্ট করার মাস। পবিত্র রমজান মাস কাউকে নিয়ে গিবত করার সময় না। নির্বাচন যতই কাছাকাছি আসুক না কেন এ মাসে কোন রাজনীতি করা উচিত নয়। এ মাসটি শুধু এলাকার উন্নয়নের জন্য দোয়া কামনা, এলাকার মানুষের জন্য শান্তি কামনা, তরুন প্রজন্মের জন্য উজ্জল ভবিষ্যত গড়ার জন্য দোয়া করা। বন্দরের মানুষ আমাকে ভালোবাসেন। আমিও বন্দরের মানুষকে ভালোবাসি, আমি বন্দরের মানুষের সাথে ছিলাম, আছি এবং সারাজীবন থাকবো। বন্দরের মানুষ আবারো প্রমান করেছে এলাকার উন্নয়ন আর দোয়ায় সবাই এক। আমি সবার কাছে দোয়া চাই, ভবিষ্যত প্রজন্মের কাছে দোয়া চাই।
বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। আরো উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিদ মন্ডিল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।