উদ্বোধনের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছেনা রাজধানী সুপার সার্ভিসের কোন বাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে গাবতলী রুটে রাজধানী সুপার সার্ভিস নামে একটি নতুন সিটিং বাস সার্ভিসের উদ্বোধন গত বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ২০১৮ হয়্। পরের দিন শুক্রবার থেকেই কোন বাস নিয়মিত পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ করেছেন যাত্রীসাধারণ।

এমনকি সকাল ১১ টা পর্যন্ত কোন বাস না দেখে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক যাত্রী হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাজধানী বাস উদ্বোধনের পর আমরা ভেবেছিলাম আমরা বাড্ডা, রামপুরা ও গাবতলী হয়ত তাড়াতাড়ি এবং নিয়মিত যেতে পারব কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে শুক্রবার থেকে আমরা কোন বাস সার্ভিস দেখতে পাচ্ছিনা । এমনকি স্ট্যান্ডের আশেপাশেও কোন বাস দাড়িয়ে থাকতে দেখছিনা। মদনপুরে তাদের বাস কাউন্টার কোনটা সেটাও আমাদের জানা নেই। এই যদি হয় অবস্থা তাহলে ডাক-ঢোল পিটিয়ে উদ্বোধনের কি দরকার ছিল। মাঝে মাঝে পথিমধ্যে সারাদিনে দুই একটা গাড়ি দেখা মিললেও সে বাসগুলো কোন স্ট্যান্ড থেকে ছেড়ে এসেছে তা আমরা অনুমান করতে পারছিনা। উদ্বোধনের পর এভাবে বাস না পাওয়া উক্ত বাস সার্ভিসের জন্য অত্যন্ত মানহানীকর এবং অচিরেই এ সমস্যার সমাধান চাই আমরা।

এ বিষয়ে কথা বলার জন্য মদনপুরে রাজধানী বাসের কাউন্টার খুঁজতে গেলে কোন কাউন্টার খুঁজে পাওয়া যায়নি এবং এ বাসের দায়িত্বে থাকা কাউকে খুঁজে না পাওয়ায় কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি।

add-content

আরও খবর

পঠিত