নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ঈদের দিন হালকা বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতও কমবে। এদিকে, চলতি মাসেই হানা দিতে পারে বেশকটি কালবৈশাখী ঝড়। এসব আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
বেশকদিন তীব্র গরম থাকার পর রাজধানীতে শান্তির পরশ দেয় ঝড়ো বৃষ্টি। রাজধানীসহ সারাদেশেই হয়েছে বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় মোংলায় ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ অথবা হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে ঈদের দিনও। চলতি মাসেই, আরো কয়েকটি কালবৈশাখী ঝড়ের আভাসও দিচ্ছে আবহাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তারতম্য হতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।