আড়াইহাজারে দুই হত্যা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহেলা ও পারভেজ ওরফে মজিবুর হত্যা মামলার দুই আসামি মোবারক হোসেন (৩৫) ও সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুইজনকে ৩ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মোবারক নরসিংদী জেলার মাধবদী থানাধীন খাদিমারচর এলাকার আব্দুল খালেকের ছেলে। ২ নভেম্বর শনিবার রাতে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিহতের পরিবারের লোকজন আটক করে টঙ্গী থানায় সোর্পদ করেন। পরে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এদিকে একই রাতে মটর মেক্যানিক পারভেজ হত্যা মামলার আসামি সুমন (২২) কে ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন এলাকায় একটি মসজিদ থেকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি তাবলিগ জামায়াতে ছিলেন। তিনি নরসিংদী জেলার সদরথানাধীন বাদুয়ারচর এলাকার সেন্টু মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, পর পর দুটি হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে চলতি বছরের ৯ অক্টোবর রাতে শোবার ঘরে মোবারক তার স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকার করেছেন। ঘটনার পরই তিনি পালিয়ে যান। বিয়ের পর থেকেই পরিবার নিয়ে স্থানীয় কলাগাছিয়া উত্তরপাড়া তার শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। ঘটনার পর নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে একটি হত্যা করেন।

ওসি আরো জানান, গত ৭ অক্টোবর রাতে মটর মেক্যানিক পারভেজ ওরফে মজিবুরকে গলা কেটে হত্যা করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন বাগবইরাটি এলাকার মৃত তারা মিয়ার ছেলে। পরে নিহতের চাচা ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাবাদে সুমন হত্যার দায় স্বীকার করেছেন। নানা বিষয় নিয়ে পারভেজের সঙ্গে তার বিরোধ ছিল।

add-content

আরও খবর

পঠিত