আড়াইহাজারে গোডাউনে তল্লাশি চালিয়ে চাল উদ্ধারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে চালের আড়তের গোডাউনে তল্লাশি করে সরকারের খাদ্য বন্ধব কর্মসূচি মনোগ্রাম যুক্ত (ওএমএস)এর ১০ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল, ২ লাখ ৫৪ হাজার টাকা ও ১৫০টি খালি বস্তা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাফর সাদেক বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ নভেম্বর বৃহম্পতিবার সকালে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এরা হলেন, স্থানীয় বাড়ৈপাড়া এলাকার মৃত কামিজ উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হাজী নুরুল ইসলাম (৭০) ও তার ছেলে ছগীর হোসেন (২৮)।

গত ৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় শান্তির বাজারে অবস্থিত মের্সাস হাজী ট্রেডার্স চালের আড়তে অভিযান চালানো হয়। পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট উজ্জল হোসেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত