আমি সম্পূর্ণ সুস্থ্য আছি : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সম্পূর্ণ সুস্থ্য আছি এবং নারায়ণগঞ্জের বাড়িতেই আছি। করোনা ভাইরাস মোকাবেলায় পুরো দেশ যেখানে একসাথে যুদ্ধ করছে। ঠিক এই মুহুর্ত্বে কে বা কারা নানা গুজব ছড়াচ্ছে। তারা আমি দেশের বাইরে আমার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক আছি। এবং ঠিকঠাকমত করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে কাজ করছি।  রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য জানান নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে একটি গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। এসবের তীব্র নিন্দা জানিয়েছেন মেয়র আইভী।

add-content

আরও খবর

পঠিত