আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সক্ষম- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর আশকোনার সূর্য ভিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম। সরকার জঙ্গি দমনে সবসময় সতর্ক ও কঠোর।

বৈঠকে উপস্থিত থাকা একাধিক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পদক্ষপ ও নানা সচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে জঙ্গিরা এখন আর লোক খুঁজে পাচ্ছে না। নিজেদের সন্তান ও পরিবারের সমস্যদের জঙ্গি বানাচ্ছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত