নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : আজ রক্তঝরা ও শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। আজ ১৫ আস্ট শনিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক একটি কালো অধ্যায়। দেশি ও বিদেশি ষড়যন্ত্রে কতিপয় উচ্চবিলাষী স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারী বাঙালি সেনা অফিসারদের হাতে নৃশংসভাবে নিহত হতে হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্ত্রী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র- শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু পুত্র শেখ রাসেল, দুই পুত্র বধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং এক সহোদরসহ আত্মীয়-পরিজন নির্মম হত্যাকান্ডের শিকার হন। তাই আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস।
আজ জাতির পিতার ৪৫ তম শাহাদাত বার্ষিকী। বাংলার প্রাণ প্রিয় নেতা ও অকৃত্রিম বন্ধু ছিলেন শেখ মুজিব। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর মহান আদর্শে বাঙালি জাতির জীবনে চির অম্লান হয়ে থাকবেন। ইতিহাসের পাতায় এক নজর চোখ বুলালেই আমরা দেখতে পাই, জাতি হিসেবে আমাদের প্রতিটি পদে ব্যর্থতা। ব্রিটিশ এবং পাকিস্তানিরা ভিন্ন সময় ভিন্ন ভাবে আমাদের শোষণ করেছে। ভোগ করেছে আমাদের সম্পদ। শুধু মাত্র ১৯৭১ সালের যুদ্ধে আমরা বিদেশি পরাশক্তিকে রুখতে পেরেছিলাম। এর পেছনে সবটুকু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান।
তিনি নিজের সার্থকে সম্পূর্ণ ভাবে বিসর্জন দিয়ে লড়েছেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। জাতি হিসেবে আমাদেরকে প্রথম বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন এই মহাপ্রাণ বাঙালি। তাই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।