নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর থানাধীণ ধামগড় ইউনিয়নের সোনাচোরা এলাকায় আগুনে দগ্ধে নুরুল ইসলাম (৯০) একজন নৈশপ্রহরির মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টায় লেলিহান শিখা থেকে এই অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানায়। এসময় একটি তুলা ও রিকশার গ্যারেজে অগ্নিকান্ডে একজনের মৃত্যুসহ আরও একজন নৈশপ্রহরি গুরুতর আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম রামনগর এলাকার মৃত আবদুল গফুর মিয়ার ছেলে। অপর একজন নৈশপ্রহরি আলী আকবরকে (৮০) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উল্লেখিত এলাকার মৃত হাবু মিয়ার ছেলে আলী আকবর।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর সাড়ে ৪টায় আগুনের লেলিহান শিখা থেকে ইলিয়াস মিয়ার মালিকানাধীন একটি তুলার গুদাম ও দুটি ব্যাটারী চালিত অটো রিকশার গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তুলার গুদামে অবস্থানরত নৈশ প্রহরী নুরুল ইসলাম ও আলী আকবর দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়নন্ত্রনে আনে। পরে নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরবর্তিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে বন্দর ধামগড় কবরস্থানে লাশটির দাফন র্কায সম্পন্ন হয়।
বন্দর থানার ওসি (তদন্ত) হারুন উর রশিদ জানায়, নিহতের পরিবার কোন অভিযোগ করেনি। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়েছে এর সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।