নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এর মা, আর নেই, চলে গেলন না ফিরার দেশে। আজ (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমার জানাযা নামাজ নিজ গ্রামে মুন্সিগঞ্জ সদর থানার শিলই ইউনিয়নে বাদ আছর অনুষ্ঠিত হয়েছে। এরআগে শাহ্ নিজাম তাঁর নিজ ফেসবুক পোস্টে সকলের কাছে দোয়া চেয়ে লিখেন, আমি আজ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,আজ সকালে আমার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমি সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আপনারা আমার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।