অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃষ্টান্ত দেখলাম নারায়ণগঞ্জে : পুলিশের মহাপরিদর্শক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী ব‌লে‌ছেন, মাত্র কয়েক ফুটের ম‌ধ্যেই মস‌জিদ এবং ম‌ন্দির পাশাপা‌শি। ‌হিন্দু মুসলিম একসাথে যার যার ধর্ম পালন করছে। ছোট এক‌টি রাস্তার পা‌শে এ‌তো চমৎকার পূজা উদযা‌পিত হ‌চ্ছে, আজ না আস‌লে বুঝ‌তে পারতাম না। যা আমার জন্য অ‌বিস্মরণীয়। নারায়ণগ‌ঞ্জে এসে দেখলাম অসাম্প্রদায়িক এক বাংলাদেশের দৃষ্টান্ত। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ বুধবার (১৭ অক্টোবর) মহাঅষ্টমী। এ উৎসব উপলক্ষ্যে রা‌তে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি শারদীয় দূর্গা পূজা সর্ম্পকে বলেন, ঢাকায় আমি অনেক পূজা মন্ডপ ঘুরেছি কিন্তু নারায়ণগঞ্জে না আসলে আমি বুঝতে পারতামনা কতটা সুন্দর সাজ সজ্জায় পূজা মন্ডপ গুলোকে সাজিয়ে উৎসব পালন করা হচ্ছে। বিগত দিন গুলোর চাইতে বর্তমানে পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে ৩০ হাজার ২শত ৫৫টি মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সহযোগীতায় বাংলাদেশ পুলিশ নিরাপত্তা দিচ্ছে। আমরা সবাই এখানে মিলেমিশে উৎসব গুলো পালন করে থাকি। আমলাপাড়া

পূজা মন্ডপ প‌রিদর্শন শে‌ষে মহাপরিদর্শক ব‌লেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়ে উঠেছিলো আজ তা এখানে এসে অনুভব করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন। তারঁ তনয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঠিক নেতৃ‌ত্বে তা আমরা আরো আগেই ছুতে পারবো। ২০৪১ সাল নয় ২০৩০ সালের মধ্যেই আমাদের নতুন প্রজন্ম একটি উন্নত দেশ দেখতে পারবে।

মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী ব‌লে‌ন, আমার শ্বশুরালয় এই নারায়ণগঞ্জে। এখানেই আমি বিয়ে করেছি। অপনাদের সন্তান  হিসেবে বলতে চাই, আমার চোখের সামনেই এই জেলা কীভাবে উন্নয়ণের শিখড়েে উঠছে  তা দেখেছি। আমার মনে পড়ে আমি প্রথম যখন আসছিলাম তখন কেমন দেখেছি আর এখন কেমন উন্নত দেখছি। সামনে আরও উন্নতি হবে এই শহর। বঙ্গবন্ধুর মতো আমি বলতে চাই, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না। দাবায়ে রাখতে পারেওনি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, এফবিসিসিআইএ এর পরিচালক প্রবীর কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশের ডিআইজি চৌধুরি আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, আমলাপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম, মহানগর পূজা কমিটির উত্তম সাহা, সাংবাদিক দিলিপ মন্ডল, বিশ্বজিৎ সাহা সহ অসংখ্য ভক্তবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত