অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগীদের খেলার সময়সূচী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( র্স্পোটস ডেস্ক ) : গত শনিবার ৬ ই আগস্ট ভোরে অলিম্পিক গেমসের পর্দা উঠে।  ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস।  আলোর ঝলকানি। পরাবাস্তবতার ছোঁয়া চারদিকে। রংয়ে রংয়ে ঢেকে যায় চারদিক। সাম্বা ছন্দে উন্মাতাল পরিবেশ। সারা বিশ্বের হাজারো সেরা অ্যাথলেটদের পদচারণায় উৎসব আর উৎসব।

৮ আগস্ট শ্যুটিংয়ের লড়াইয়ে নামবেন আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শ্যুটার সেদিন সন্ধ্যা ৬টায় বাছাই প্রতিযোগিতায় অংশ নিবেন। তার ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল।

১১ আগস্ট থেকে শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। রাত ১০টায় ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমানের বাছাই প্রতিযোগিতা শুরু হবে।

১১ আগস্ট বিকাল সাড়ে ৪টায় প্রথমবারের মত অলিম্পিকে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের গলফ প্রতিযোগিতা শুরু হবে।

১২ আগস্ট নারী অ্যাথলেথদের বাছাই। ১০০ মিটার দৌড়ে রাত ৯টায় শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রতিযোগিতায় অংশ নিবেন।

১২ আগস্ট রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন সোনিয়া আক্তার।

১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন মেজবাহ আহমেদ। বাছাইয়ের এই প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে বাংলাদেশ থেকে এক সদস্যর প্রতিনিধি পাঠানো হয়। ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকেও একই অবস্থা। ১৯৮০ সালে বেশ কয়টি দেশ মস্কো অলিম্পিক বয়কট করলে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি।

১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ থেকে প্রথম ক্রীড়াবিদ পাঠানো হয়। অ্যাথলেট সাইদুর রহমান ডন সেবার বাংলাদেশের পতাকা বহন করেন। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে পতাকা বহন করেন অ্যাথলেট শাহ আলম। ১৯৯২ বার্সালোনায় মহিলা শ্যুটার কাজী শাহানা পারভীন পতাকা বহন করেন। ১৯৯৬ সালে সাইফুল আলম রিকিংয়ের দায়িত্ব ছিল লাল-সবুজ পতাকা বহনে। ২০০০ সিডনি গেমসে সাবরিনা সুলতানা, ২০০৪ আসিফ হোসেন, ২০০৮ রুবেল রানা ও ২০১২ সালে অলিম্পিক গেমসে পতাকা বহন করেন সুইমার মাহফিজুর রহমান সাগর।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত