নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আব্দুল করিমের বাসায় অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধায় আদমজীর কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আব্দুল আজিজ ও আব্দুর রহিমের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আব্দুল করিম।
এসময় হামলা চালিয়ে সন্ত্রাসীরা মারধরের মাধ্যমে শারীরিকভাবে লাঞ্চিত করে আব্দুল করিমকে। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে বিকেলে আব্দুল করিমের ছেলে আবু জাফর রুবেল চাকরির স্থল হতে বাড়িতে ফেরার পথে তার উপরও হামলা চালায় আব্দুল আজিজ ও আব্দুর রহিম গং। রুবেল প্রাণে বেঁচে গেলেও তাদের বাড়িতে দৌড়ে গিয়ে দলবল নিয়ে হামলা ও ভাংচুর চালায়। বাড়ির দরজা ও বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন আসবাবপত্র ও জানালার কাচ ভেঙ্গে ফেলে হামলাকারী সন্ত্রাসীরা। এ হামলায় বাড়িঘরে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। আহত অবস্থায় আব্দুল করিম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কিন্তু জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানায় তার পরিবার।
আরো জানা যায় যে, আব্দুল করিমের বাড়ির সামনে অবস্থিত রাস্তার উপর তারই সহোদর আব্দুল আজিজ অবৈধ ভাবে একটি স্থাপনা নির্মাণ করার চেষ্টা করলে আব্দুল করিম বাধা দান করেন। বাধায় তারা কর্ণপাত না করলে গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৯৯/১৮।আর এই মামলা উঠিয়ে নেয়ার জন্য একের পর এক জীবন নাশের হুমকি দিচ্ছে হামলাকারী সন্ত্রাসীরা।