নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কাড়ি কাড়ি টাকা খরচ করে, প্রভাবশালীদের ম্যানেজ করে এমনকি সন্ত্রাসীদের দ্বারস্থ হয়েও সরকারি রাস্তার উপর অবৈধভাবে নির্মিত পাকা ইমারত রক্ষা করতে পারলো না বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার অবৈধ দখলদার প্রবাসী রফিকের স্ত্রী শ্যামলী। গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র নির্দেশে ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনের নেতৃত্বে হয় ২য় দফা উচ্ছেদ অভিযান।
এলাকা সূত্রে জানা যায়, এর আগে অসংখ্যবার দখল ছেড়ে দেয়ার অঙ্গীকার করে নিজে ভবনটি ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দিয়েও শ্যামলী দখল রক্ষা করার নানা অপচেষ্টা করেছে। এলাকার অসাধু মাতব্বরের ক্ষমতার প্রভাব সহ আইন আদালতের হুমকি দিয়েছে। এ কাজের সংশ্লিষ্টদেরকে অকথ্য ভাষায় গালাগালিও করেছে। কিন্তু তবুও শেষ রক্ষা করতে না পেরে এখন সিটি কর্পোরেশনের লেবারদের নামে মামলা করার হুমকি দিচ্ছে শ্যামলী। তবে অবশেষে কাউন্সিলর শাওন অংকন এবার আর হাল ছাড়েননি।
মেয়রের কঠোর নির্দেশে ২য় বারের মত উচ্ছেদ অভিযান চালিয়ে ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ মৌজাধীন ৩২২ দাগের বেদখল হয়ে যাওয়া সরকারি হালটটি পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন তিনি। কাউন্সিলর শাওন অংকনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘকালের রাস্তা সমস্যা সমাধান হওয়ায় নোয়াদ্দা এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।