অপহরণের ৭দিন পর স্কুলছাত্রের অর্ধ গলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে অপহরনের ৭দিন পর স্কুলছাত্র এলেম(৮)এর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ই মার্চ সোমবার দুপুরে থানার নবীগঞ্জস্থ বাগবাড়ি ব্রীজের নিচের ডোবা থেকে ময়লার আবর্জণার স্তুপ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এলেম নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকার মুরগী বিক্রেতা রাজ্জাক মিয়ার ছেলে। সে নবীগঞ্জ লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

এদিকে এলেমের হত্যাকারী বিল্লাল ৩দিন আগেই পুলিশের হাতে অপহরণ মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে বন্দী রয়েছে। এলেমের পিতা আবদুর রাজ্জাক জানান,গত মঙ্গলবার বিকেলে তার ছেলে এলেমকে অপহরণ করে একরামপুর ইস্পাহানী এলাকার বারেক কসাইয়ের ছেলে বিল্লাল এবং তারই সহযোগী একই এলাকার শহীদুল্লাহর ছেলে সাদ্দাম। এরপর আমি থানায় অপহরণের মামলা করি। ওই মামলায় পুলিশ বিল্লালকে গ্রেফতার করেছে। অপহরণের পর পরই তারা আমার ছেলেকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। আমি খুনী বিল্লাল-সাদ্দামের উপযুক্ত শাস্তি চাই।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল সাংবাদিকদেরকে জানান, শিশু এলেম নিখোঁজ হওয়ার ঘটনায় তার পিতা বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার অভিযুক্ত আসামী বিল্লালকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের রেলওয়ে বস্তি এলাকার ৩ শিশু যথাক্রমে মামুন,রহিম ও সোহাগ বাগবাড়ী এলাকার আবর্জনার স্তুপে গরুর হাড় খুঁজতে গিয়ে বস্তায় ভর্তি শিশুটির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসীর সংবাদে আমরা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পূর্বের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করে নতুনভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত