নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : অপহরণের ঘটনার প্রায় ৩ মাস পর অবশেষে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার শিমলা (১৫)কে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। রোববার দুপুরে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ বেপারীপাড়া এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারী সেনা কর্মকর্তা সেতুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যার মামলা নং- ৪৪(৬)১৮।
জানা গেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ মাহামুদনগর এলাকার শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার শিমলা (১৫) বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছে।
গত ২৭ এপ্রিল দুপুর ২টায় সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে স্কুল ছাত্রী শিমলাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় লুৎফর শেখের ছেলে ঢাকা বনানী সেনা নিবাসে কর্মরত সেনা কর্মকর্তা মাজহারুল ইসলাম ওরফে সেতুসহ কয়েকজন।
এ ব্যাপারে অপহৃতা স্কুল ছাত্রী পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
মামলার করার প্রায় ৩ মাস পর রোববার দুপুরে স্কুল ছাত্রীকে বেপারীপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার সেকেন্ড অফিসার ফরিদ উদ্দিন জানান, অনেক কষ্টের পর আমরা স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে অপহরণকারী সেনা কর্মকর্তা সেতুকে গ্রেপ্তার করতে পারিনি। ভিকটিমকে উদ্ধারের পর ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।