অনেক সময় মাদকসেবীরাই মাদকের বিরুদ্ধে সেমিনার করে : সাবেক সভাপ‌তি সা‌নি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপতি ‌শেখ সাফায়েত আলম সানি বলেছেন, অনেক সময় দেখি যারা মাদক সেবি তারাই মাদকের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার করে। আমরা চাচ্ছি প্রকৃতঅর্থে মাদককে নির্মূল করতে হবে। সকল সংগঠনগুলোকে এব্যাপারে এগিয়ে আসতে হবে।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহরের দেওভোগ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পুলিশের ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস) অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( ক- সার্কেল ) মো. মেহেদী ইমরান সিদ্ধিকী।

সা‌বেক এই তুখর ছাত্র নেতা ব‌লেন, এই সমাজে মাদক, জমি দখল, চাঁদাবাজি গুলি মূল্যবোধের ঘাটতির কাজ। তাই প্রথমে আমাদের মূল্যবোধকে জাগ্রত করতে হবে। মূল্যবোধ থেকেই আমাদের প্রথমে শিক্ষাটা হয়ে থাকে। মাদক একটি পরিবারকে তথা একটি সমাজকে ধংস করে। এজন্য বাবা-মায়ের সতর্ক হতে হবে। যে ছেলেরা কতক্ষন বাইরে আড্ডা দেয়। কয়টা সময় বাসায় ফিরে। এবং বাসায় প্রর‌বে‌শের সময় তার চোখ ও অঙ্গভঙ্গির অবয়ভ কেমন। প্রতিটি পরিবারই এসব খেয়াল করতে হবে। আপনারে স্বার্থে সমাজের লজ্জাবোধ উপেক্ষা করে আপনার সন্তানকে ভালো করার জন্য সবাইকে নিয়ে প্রচেষ্টা চালান। তাহলেই মাদক নির্মূল করা সম্ভব।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার ( অপারেশন ) ইনস্পেক্টর আব্দুল হাই, নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, বিকেএমইএ এর পরিচালক ও মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম সিদ্দিকী, দেওভোগ পোষাক প্রস্তুত কারক মালিক সমিতির সাধারন সম্পাদক বাবুল দেওয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন শিকড় এর সাবেক সভাপতি দিনার, উল্লাস, সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নুর উদ্দিন সাগর, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, মানুষের জন্য আমরা সংগঠনের সভাপতি ইসহাক হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মাসুদ রানা লাল সহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

add-content

আরও খবর

পঠিত