২ দিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দুই দিন বন্ধ থাকার পর আজ ২৭ই মে বৃহস্পতিবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ঘূর্ণিঝড় ইয়াস উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই ইঞ্জিন বিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।  তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

দূরপাল্লায় সদরঘাট থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোর উদ্দেশে লঞ্চ বিকালে ছেড়ে যায়।  আজ বিকাল থেকে সেই লঞ্চগুলো ছেড়ে যাবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে গত ২৫ই মে মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যাপশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকাও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।  বৈরী আবহাওয়া দেখা দেওয়ায় ওই দিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এর মধ্যে বুধবার ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে ইয়াস।  বাংলাদেশে ইয়াসের তাণ্ডবে ছযজনের মৃত্যু হয়েছে।

add-content

আরও খবর

পঠিত