১ম ধাপে ১৩৫০টি পরিবারের দরজায় খাদ্য পৌছে দিলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি ) : নাসিক ১৩নং ওয়ার্ডে গত ৫ দিন মাসদাইরের ঘরে ঘরে সামাজিক দূরত্ব রক্ষা করে ১৩৫০ টি পরিবারকে চাল, ডাল,আলু খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক থেকে ২০০, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ৫০০ ও ব্যাক্তিগত উদ্যোগে সামর্থ্যবান ব্যাক্তিদের কাছ থেকে সংগৃহিত ৬৫০ মোট ১৩৫০ টি পরিবারকে খাদ্য উপহার দেয়া হয়। পর্যায়ক্রমে ওয়ার্ডের বাকী এলাকার পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যেগে সংগৃহিত খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হবে।

কাউন্সিলর খোরশেদ বলেন, ঘরে থাকুন, ধৈয্য ধরুন। আমরা প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছি বলে সময় লাগছে তাই আমার ওয়ার্ডবাসীর প্রতি আমার অনুরোধ আমি সুস্থ বা বেচেঁ থাকলে আপনার ঘরে খাবার পৌছে দিব ইনশাল্লাহ।

এছাড়াও বিভিন্ন টেলিফোনে তাদের চাহিদার কথা জানালে ইতি মধ্যে ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার পৌছে দেয়া হয়েছে।

বিতরণকালে কাউন্সিলর খোরশেদের সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ট্যাগ অফিসার প্রকৌশলী মশিউর রহমান, নাজমুল কবির নাহিদ, রিটন দে, শওকত খন্দকার, লিটন হাওলাদার, শিহাব অপু, রানা মুন্সি, মোঃ শহিদ, মাসুদ, নিরব প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত