নরায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য এম.এ হাসানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা ও মহানগর জাতীয় পার্টি।
এক বিবৃতিতে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আবুল জাহের চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন সহ নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে তদন্ত করে জাতীয় পার্টির নেতা এম.এ হাসানের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেই এবং এম.এ হাসানের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান। প্রসঙ্গত, রবিবার রাতে এশটি পক্ষ রামদা, চাপাতি, চাকু দিয়ে এমএ হাসানের উপর সন্ত্রাসী হামলা চালায়।