স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা মামলায় গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ১৮ই মে মঙ্গলবার  বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিন বেলা ১১টা ২০ মিনিটে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে আসেন।

এসময় বিএসআরএফ সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা করার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন বয়কট করলাম।

সময় কাজী জেবুন্নেছা বেগম মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের সংবাদ সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত প্রত্যাহার অনুরোধ জানান। তাদের অনুরোধে সাড়া না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন উপস্থিত সাংবাদিকরা।

প্রসঙ্গত, এর আগে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য  ১৭ই মে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় ঘণ্টা পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

add-content

আরও খবর

পঠিত