স্থায়ী জা‌মিন পে‌লেন জাপা নেত্রী মৌসুমী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জিডিটাল নিরাপত্তা আইনে সোনারগাঁ উপজেলা ছাত্র সমাজ সভাপতি ফজলুল হক মাস্টারের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী। তিনি জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ তুলে এই মামলাটি দায়ের করা হয়। এই মামলাটি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমুলক দাবি করেছেন অনন্যা হুসেইন মৌসুমী।

অনন্যা হুসেইন মৌসুমীর আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আলী আহাম্মদ ভূ্ইঁয়া জানান, ৬ ফেব্রুয়ারি বুধবার মামলায় হাজির দিয়েছেন মৌসুমী। গত ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন মৌসুমী। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি নিম্ম আদালতে আত্মসমর্পন করেন।

এদিকে বুধবার সকালে আদালতে হাজিরা শেষে অনন্যা হুসেইন মৌসুমী বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। মুলত আমাকে রাজনীতি থেকে সরাতেই এ মামলাটি দায়ের করা হয়। আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক আমি সোনারগাঁয়ের মানুষ ও মা বোনদের পাশে ছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন সকলের পাশে থাকবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আদালতের নির্দেশ মত আমি নিম্ম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। আমাকে আদালত জামিন দিয়েছেন। নিয়মিত হাজিরা দিচ্ছি।

মামলা সূত্রে জানাগেছে, অনন্যা হুসেইন মৌসুমীর নামে একটি ফেসবুক আইডি থেকে জাতীয়পার্টির তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দেন ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি। এ নিয়ে গত ২০ নভেম্বর অনন্যা হুসেইন মৌসুমীকে অভিযুক্ত করে সোনারগাঁও থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন সোনারগাঁ উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাস্টার। ছাত্র সমাজের এই নেতা বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার অনুগামী কর্মী হিসেবে পরিচিত। ওই মামলার পর দিন ২১ নভেম্বর সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা জাতীয় পার্টি। এর আগে মৌসুমী সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তাকে বাদ দিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়। অথচ তিনিই সোনারগাঁয়ের জাতীয়পার্টিকে প্রাণ এনে দিয়েছিলেন।

add-content

আরও খবর

পঠিত