সোনারগায়েঁ মানুষের সপ্ন পূরণে এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব  সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার ঐক্যান্তিক প্রচেষ্টায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর থেকে বন্দরের সাবদী বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপর ২শ ১০ মিটার দৈর্ঘ্য এর একটি সেতুর অনুমোদন হয়েছে।

বুধবার এলজিইডি মন্ত্রনালয়ের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে সমীক্ষা প্রকল্পের পরিচালক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. এবাদত আলীর নেতৃত্বে মন্ত্রনালয়ের অন্যান্য প্রকৌশলরা সরেজমিনে সেতু নির্মাণের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এই সেতুটি নির্মিত হলে সোনারগাঁ, বন্দর ও গজারিয়া উপজেলার প্রায় ৫০টি গ্রামের ১০ লাখ মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে। এ কারণে তাদের ঘরে ঘরে এখন আনন্দের জোঁয়ার বইছে।

২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সেতু নির্মাণের এলাকা পরিদর্শন শেষে এলজিইডি মন্ত্রনালয়ের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে সমীক্ষা প্রকল্পের পরিচালক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. এবাদত আলী ও প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রনালয়ের মিটিংয়ে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর থেকে বন্দরের সাবদী বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপর ২ শ ১০ মিটার দৈর্ঘ্যরে -সাবদী বাজার- সেতুর অনুমোদন হয়েছে।

যত দ্রুত সম্ভব সেতুটির নির্মাণ কাজ শুরু করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সেতুটির জন্য সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সাহেব অনেক পরিশ্রম করেছেন।

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ বলেন, এমপি লিয়াকত হোসেন খোকা যে ওয়াদা করেন তা পূরণের চেষ্টাও করেন। তার আন্তরিক প্রচেষ্টায় নবীনগর থেকে সাবদী বাজার পর্যন্ত ব্রহ্মপুর নদের উপর ২ শ ১০ মিটার দৈর্ঘ্যরে -সাবদী বাজার- সেতুর অনুমোদন হয়েছে।

এই সেতুটি নির্মাণের ফলে আমার ইউনিয়নের শম্ভুপুরা, এলাহীনগর পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মোল্লাবাড়ি, ফরদী, ফতেপুর, গোবিন্দপুর, ইসলামপুর, নবীনগর, হোসেপুর, নয়াগাঁও, চেলারচর, রাম গোবিন্দেরগাঁও, ভিটিকান্দী, গজারিয়াপাড়, চৌধুরীগাঁও, মোগারচর, টেকপাড়া, কাজিরগাঁও, দূর্গাপ্রসাদ ও চরকিশোরগঞ্জ, পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, পাঁচানী, চরগোয়ালদী, তাঁতুয়াকান্দী সহ অন্যান্য গ্রাম এবং পার্শ্ববর্তী গজারিয়া উপজেলার চরবলাকি ও হোসেন্দী ও বন্দর উপজেলার সাবদী সহ মোট ৩টি উপজেলার প্রায় ৫০টি গ্রামের ১০ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দূর্ভোগ লাঘব হবে।

এ সময় শম্ভুপুরা ইউপি মেম্বার কবির হোসেন, রিয়াজুল হক টিটু, সাবেদ আলী ও ইকবাল হোসেনসহ  উপস্থিত শত শত গ্রামবাসী জানায়, ব্রহ্মপুত্র নদের উপর এই সেতুটির জন্য আমরা প্রায় ৫০ গ্রামের মানুষ স্বাধীনতার পর থেকে সকল সংসদ সদস্যের কাছে ধর্ণা দিয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকেও জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোন এমপি বা কোন উপজেলা চেয়ারম্যান সেতুটি নির্মাণের পদক্ষেপ নেননি।

অবশেষে লিয়াকত হোসেন খোকা সাহেব এমপি হওয়ার পর যখন শম্ভুপুরা আসলেন, তখন আমরা তার কাছে এই সেতুটির দাবি জানাই। আল্লাহর রহমতে তার প্রচেষ্টায় সেতুটির অনুমোদন হয়েছে শুনে আনন্দে কান্না চলে আসছে। আমরা দশ লক্ষ মানুষ এমপি খোকার প্রতি কৃতজ্ঞ এবং এমন মানুষকেই আমরা আজীবন সোনারগাঁয়ের এমপি হিসেবে পেতে চাই।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন ব্রহ্মপুত্র নদের উপর নবীনগর থেকে সাবদী বাজার পর্যন্ত ২ শ ১০ মিটার দৈর্ঘ্যরে -সাবদী বাজার- সেতুর অনুমোদনের সত্যতা নিশ্চিত করে বলেন, এমপি লিয়াকত হোসেন খোকা সাহেব এই সেতুটি ছাড়াও ইতিপূর্বে হরিহরদী সেতু ও ভাটিবন্দর সেতুর মত বড় বড় সেতুর অনুমোদন করিয়েছেন। বর্তমানে সেগুলোর কাজ চলছে।

উপজেলা সহকারি প্রকৌশলী আলমগীর হোসেন জানান, গত ৫ বছরে এমপি লিয়াকত হোসেন খোকা সাহেব সোনারগাঁয়ের রাস্তাঘাট, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিল্প কারখানা সহ সকল সেক্টরে রেকর্ড পরিমান উন্নয়ণ করেছেন। এগুলো শুধু মুখের কথা নয়। বরং প্রতিটি ডকুমেন্ট আমাদের কাছে আছে।

add-content

আরও খবর

পঠিত