নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সোনারগাঁ মোগড়া পাড়া সড়কের ওভারব্রিজটিতে বালি ও ময়লা জমে চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে উঠেছিল। অপরিচ্ছন্ন থাকায় সাধারণ মানুষের চলাচল করতে নানা দূর্ভোগ পোহাতে হত। প্রায়ই নাকে-মুখে রুমাল ও ওড়না পেঁচিয়ে স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ মানুষকে ওভারব্রিজে উঠতে দেখা যেত। তবে পথচারীদের চলাচলের সুবিধার্থে ওভারব্রিজ পরিস্কার করিয়েছেন সোনারগাঁ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ। বৃহষ্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পুলিশ ফোর্স নিয়ে ওভারব্রিজটি পরিস্কারের কাজ শুরু করেন। এসময় এলাকাবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও যথেষ্ট সাড়া পেয়েছেন তিনি।
জনসাধারণ, আইন-শৃঙ্খলা বাহিনীর কাজের মেল বন্ধনে পরিষ্কার কার্যক্রম শেষ হয়। এব্যাপারে উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, পথচারীদের কথা চিন্তা করে নিজ উদ্যোগে ওভারব্রিজটি পরিষ্কার করি। ওভারব্রিজ দিয়ে চলাচল করা অবস্থায় বিভিন্ন সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা পা-পিছলে ব্যাথা পেয়েছে। তাই ব্রিজটি পরিস্কার করার উদ্যোগ নেয়া হয়। প্রথমে আমি এবং আমাদের পুলিশের টিম নিয়ে ব্রিজটি পরিষ্কার করা শুরু করি। পরে আমাদের সাথে কলেজ শিক্ষার্থীরা ও এলাকাবাসী যোগদান করে।