সোনারগাঁ উপজেলার নয়াপুর থেকে রতন মার্কেট রাস্তার বেহাল দশা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম ডি অনিক ) : রাস্তার অবস্থা কতোটা খারাপ হলে কিংবা আর কতো দূর্ঘটনা ঘটলে জনপ্রতিনিধিদের চোখে পরবে এমনটাই প্রশ্ন সাদীপুর ইউনিয়ণের নয়াপুর বাজার থেকে রতনমার্কেট রাস্তায় চলাচলরত শত শত পথচারীদের। সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ণ ও ১ টি পৌরসভার মধ্যে সবচেয়ে অবহেলিত সাদিপুর ইউনিয়ণবাসী। সাদিপুর ইউনিয়ণের নয়াপুর বাজার থেকে বরগাঁও রতনমার্কেট রাস্তাটি দীর্ঘ কয়েক বছর যাবৎ যান চলাচলের অযোগ্য হওয়ার পরও রাস্তাটি মেরামতে কিংবা পূণনির্মানে যেন কারও মাথা ব্যাথা নেই।

রাস্তাটিতে চলাচলরত একাধিক পথচারিদের সাথে কথা বলে জানা গেছে, সাদিপুর ইউনিয়ণের প্রায় ১০ গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের একমাত্র বাজার হলো ঐতিহ্যবাহী নয়াপুর বাজার। নয়াপুর বাজারে সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসার কারণে এই রাস্তাটি দিয়ে হাজার হাজার লোক যাতায়াত করে। রাস্তাটির অবস্থা চলাচলের অযোগ্য হওয়ায় এবং রাস্তাটির অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত থাকার কারণে যান চলাচল করতে পারছে না। অধিকাংশ সময়ে সকাল বেলা স্কুল কলেজ ও বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার সময় নয়াপুরের এই রাস্তায় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ জানজটে পড়ে থাকতে হচ্ছে। তাছাড়া বৃষ্টি হলে রাস্তার গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে গর্ত না দেখার ফলে প্রায় সময় রিক্সা, অটো, সিএনজি ও অন্যান্য যানবাহন উল্টে গিয়ে মারতœক দূর্ঘটনা ঘটে। এমতাবস্থায় সাদিপুরবাসীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তাটি মেরামত নয় পূণনির্মাণ করার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সাদিপুর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য ও সাদিপুর ইউপি ছাত্রলীগের সভাপতি মো.আল আমিন জানান, রাস্তাটি মেরামতের জন্য ইতিমধ্যেই প্রচেষ্টা চলছে। কিছুদিন আগে উপজেলা থেকে লোক এসে রাস্তাটি পরিদর্শন করে গেছে আশা করি কিছুদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে।

add-content

আরও খবর

পঠিত