নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মদনপুর-জয়দেবপুর সড়কের পাশে সোনারগাঁ উপজেলাধীন ললাটি এলাকা থেকে একটি ফার্মে প্রতিপালন করা ৩টি গরু চুরি হয়েছে। এ মর্মে সোনারগাঁ থানায় রাশেদুল মামুন বাদী হয়ে রোববার (৩ ফেব্রুয়ারি) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্থানীয় ললাটি গ্রামের মৃত মজিদ মেম্বারের মেয়ের ঘরের নাতী রাশেদুল মামুন তার গরুর খামারে দীর্ঘদিন যাবৎ ৬টি গরু প্রতিপালন করে আসছে। ৩ ফেব্রুয়ারি গভীর রাত আনুমানিক ৩টার পর মদনপুর-জয়দেবপুর সড়কে ট্রাক রেখে সংঘবদ্ধ চোরের দল তালাবদ্ধ থাকা ফার্মের দরজার তালা কৌশলে ভেঙ্গে ফার্মে ঢুকে ৩টি গরু ট্রাকে উঠিয়ে নেয়।
অবশিষ্ট গরুগুলো নেয়ার আগেই স্থানীয় সিএনজি ও ছোট কিছু গাড়ীর চালকরা রাস্তা দিয়ে যাবার সময় বিষয়টি তাদের সন্দেহ হয়। চোরের দল তা বুঝতে পেরে সিএনজি চালকদের ধাওয়া দেয় এবং আত্মরক্ষার্থে তারা পাশের বাড়ীঘরে আশ্রয় নেয় এবং চোর ধরতে জনগণকে একত্রিত করতে তারা চোর চোর বলে আত্মচিৎকার করতে থাকলে খামারের মালিক ও স্থানীয়রা জড়ো হবার আগেই চোরের দল গাড়ীতে ভর্তি করে গরুগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায়। ৩টি গরুর বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৪০ হাজার টাকা বলে খামারের মালিক রাশেদুল মামুন জানান।
ভূক্তভোগী রাশেদুল মামুন আরও জানান, গত ১ বছর আগেও আমার মালিকানাধীন এই ফার্ম থেকে ২টি গরু চুরি হয়েছিলো। এর আগে আমার বাড়ীতে ও তার ১ বছর পর আমার মামা আতিকুর রহমানের বাড়ীতে ডাকাতি হয়। বিষয়গুলো একই সূত্রে গাথা বলে আমাদের ধারণা। পূর্ব শত্রুতার জের ধরে একটি পক্ষ আমাদের বারংবার ক্ষতি করতে পরিকল্পিতভাবে এগুলো করাচ্ছে বলে আমরা সংশয় প্রকাশ করছি। বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে আমরা সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনিরের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনিরের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি। সংঘবদ্ধ চোরের দলকে ধরতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।