নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ২৮ দিনেও সন্ধ্যান মিলেনি ২ সন্তানের জননী গৃহবধু আছিয়া খাতুন হ্যাপির। এঘটনায় ০৭/০৫/২০১৯ইং তারিখে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হ্যাপির পরিবারের পক্ষ হইতে। যাহার এস.এল নং-১০১৫।
এ বিষেয়ে নিখোঁজ হ্যাপির বাবা-মা ও আত্মীয় পরিজনরা জানান, বিগত ১৭ বছর পূর্বে সামাজিক নিয়ম অনুযায়ী ইসলামী শরীয়াহ মোতাবেক সোনারগাঁ থানাধীন কাঁচপুর রায়ের টেক খান বাড়ীর মৃত হাজী মোতালেব খান এর ছেলে মো. মনির খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই সুখেই কাটছিল তাদের সংসার। হঠাৎ করেই নেমে আসে তাদের সংসারের কালো অধ্যায়। ছোট খাটো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে ঝগড়া, বিবাদ মারামারি। তারই মধ্যে জন্ম নেয় তাদের পুত্র সন্তান মাঈন খান (১২) ও কন্যা সন্তান মিশরা খানম (৬)। তারপরেও ঝগড়া বিবারে অবসান ঘটেনি চলতেই থাকে। বহুবার স্বামী মনির খান মারধোর করে বাড়ি থেকে বেড় করে দিলেও পরিবার এবং সংসারের কথা বিবেচনা করে সংসার করলে কেটে যায় আরো কয়েক বছর।
বৃহষ্পতিবার (৯ মে ২০১৯) তার সাথে তার পরিবার যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। স্বামী ও তাদের পরিবারের কাছে জানতে চাইলে তার সঠিক তথ্য দিতে পারে না এবং স্বামী মনির খানও সাথে আত্ম গোপন করে।
এদিকে মেয়ের পরিবার আত্মহারা হয়ে সকল আত্মীয় স্বজনের বাসায় খোজাখুজি করলেও এখনো কোন প্রকার খোজ মিলেনি। এঘটনায় ০৭/০৫/২০১৯ইং তারিখে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হ্যাপির পরিবারের পক্ষ হইতে। যাহার এস.এল নং-১০১৫। গত কয়েকদিন আগে হঠাৎ একটি ফোন আসে সোনারগাঁ থানা থেকে জানতে চায় মেয়ের ব্যাপারে।
এর পরবর্তীতে তথ্য নিয়ে জানা যায় যে, মেয়েকে খুজতে তো দুরের কথা স্বামী উল্ট মেয়ে ও মেয়ের পরিবারের বিরুদ্ধে মোকাম বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট (ঘ) অঞ্চল আদালত নারায়নগঞ্জ পিটিশন সি.আর. মামলা নং ৮১/২০১৯ইং মো. মনির খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।