সোনারগাঁয়ে লবণ ভর্তি কাভার্ড ভ্যানে ১৯, ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের বিশেষ অভিযানে ইয়াবা পাচারের দায়ে মো. সুমন (২৬) ও মো. সেলিম নামে ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশী চালিয়ে ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় লবণ ভর্তি একটি কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ১৯ হাজার ১ শত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১১ দল। র‌্যাবের অভিযানকালে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই ১টি কাভার্ড ভ্যান ও ২টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. সুমন নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া এলাকার মো. আবতাব এর ছেলে এবং অপর আসামী মো. সেলিম নারায়ণগঞ্জ সদর থানাধীন মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত মো. আলী আকবর এর ছেলে বলে জানা যায়।

১২ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম প্রেরিত এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে লবণ বোঝাই কাভার্ড ভ্যান যোগে ১৯ হাজার ১ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ দল কর্তৃক নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে আজ ১২ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ইয়াবা পাচারের দায়ে মো. সুমন (২৬) ও মো. সেলিম নামে ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা নিবিড় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত