সোনারগাঁয়ে বিদ্যুতের দাবীতে দ্বীপবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁ উপজেলার মেঘনা নদী বেষ্টিত নুনেরটেক দ্বীপ অঞ্চলে  সৌর-বিদ্যুতের বিরোধীতা করে পল্লী বিদ্যুতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার ( ৪ সেপ্টেম্ব)  দুপুরে নুনেরটেক দ্ধীপের গ্রামবাসীরা লালপুরী দরবার শরীফ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওসমান মেম্বার, ৬নং ওয়ার্ডের মেম্বার লোকমান হেকিম, সাবেক ইউপি সদস্য বাচ্চু মেম্বার, নুনেরটেক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসেম, আওয়ামীলীগ নেতা মোঃ জাকারিয়া ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আকবর, হক, মোস্তফা, ফজলুল হক, হোসেন, আব্দুল লতিফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,বিদ্যুৎ বিহীন নুনেরটেক দ্ধীপে আমাদের পূর্বপুরুষের ২শত বছরের বসতি। সম্প্রতি আহমেদ আমিন গ্রুপ নামের একপি প্রতিষ্ঠান নুনেরটের এলাকায় সৌর বিদ্যুৎ বিতরনের জন্য খুটি গেড়ে নানা ভাবে পায়তারা চালাচ্ছে। কিন্তু এই বিদ্যুৎ আমাদের প্রয়োজনীয় কোন চাহিদা পুরন করতে পারবেনা।কৃষি সেচে ব্যবহৃত স্কীম, পাওয়ার লুম,রাইস মিলের শক্তিশালী মটর চালানো যাবেনা।এসব কাজ চালানোর জন্য একমাত্র পল্লী বিদ্যুৎ প্রয়োজন।

জানাগেছে, বর্তমান নারায়ণগঞ্জ-৩ আসনের  সাংসদ কয়েকবার বিদ্যুৎ সরবরাহ করার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত করার কোনো পরিকল্পনা এখনো হাতে নেয় নি।  এলাকার জনগন জানায় আমরা নুনেরটেকবাসী প্রতিশ্রুতি চাই না আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু চাই।  এইখানে অনেক ছেলে মেয়ে পড়াশুনা করে কিন্তু বিদ্যুৎ এর জন্য পড়াশুনায় ব্যাঘাত ও ভিবিন্ন  সমস্যার সম্মুখীন হতে হয়।

এসময় তারা আরো বলেন,নুনেরটেক এলাকায় পল্লী বিদ্যুৎ ছাড়া সৌর বিদ্যুৎ বিতরনের পায়তারা চালালে এই দ্ধীপের শান্তী প্রিয় মানুষ কঠোর আন্দোলনের ঘোষনা করবে।

ভুক্তভোগী এলাকাবাসীর একটাই দাবী তারা কোনো প্রতিশ্রুতি বা কোনো প্রতারণার ফাঁদে পরতে রাজি নয় তারা তাদের জীবনকে অন্ধকার থেকে মুক্ত করে আলোয়  আলোকিত করার  জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি  কামনা করছে।

add-content

আরও খবর

পঠিত