নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে বাস চাপায় মিনা রানী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৪জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিনা রানী দাস ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার হরিহরপাড়ার নরেশ চন্দ্র দাসের স্ত্রী।
নিহতের স্বামী নরেশ চন্দ্র জানান, সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার সকাল থেকে নারায়নগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে সোনারগাঁয়ের বারী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে যাচ্ছিল। নরেশ চন্দ্র ও তার স্ত্রী মিনা রানীও তাদের সাথে লোকনাথ আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করে। পরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সড়ক পারাপারের সময় হঠাৎ একটি দ্রুতগামী বাস মিনা রানীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিনা রানীর মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, বারদীর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শুক্রবার পদ ব্রজে বারদী ধাম নামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান ছিল। সেখানে পায়ে হেঁটে তীর্থ যাত্রীরা যাচ্ছিলেন। উপজেলার মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় মিনা রানী নামে এক তীর্থ যাত্রী বাস চাপায় নিহত হন। ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে সোনারগাঁ থানায় নেয়া হয়েছে।