সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  রুবেল খান ) : সোনারগাঁয়ে সারাদেশের ন্যায় শিক্ষার্থীদের ৯ দফা মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আনন্দর‌্যালী বের করে সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগসহ সাধারন শিক্ষার্থীবৃন্দ। বুধবার (৮ জুলাই) দুপুরে সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি  সজিব ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বিজয়ের নেতৃত্বে সোনারগাঁয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল আনন্দ মিছিল বের করেন।

এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা পোষন করে তাদের সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আশরাফুল ইসলাম অপু ও তার স্ত্রী দিল আফরোজাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, বহুদিন ধরে আলোচিত শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই  এর ৯ দফা আন্দোলনে দেশ প্রায় অচল হয়ে পড়েছিল। শিক্ষার্থীরা নিজেরাই দেশের প্রশাসনের ভুমিকা পালন করে দেশের সার্বিক অবস্থা তুলে ধরেছিল বিশ্বদরবার। এক পর্যায়ে আন্দোলনের তোপের মুখে পড়ে ও দেশের ভাবমূর্তি রক্ষার্থে বর্তমান সরকারে থাকা আওয়ামী সরকার শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে তা কার্যকর করার জন্য ভিবিন্ন কর্মসূচি হাতে নেন ও বাস্তবায়নের ধারাবাহিকতায় অগ্রসর হয়।

তাই সারাদেশের ন্যায় শিক্ষার্থীদের দিয়ে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সহ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান  শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল আনন্দর‌্যালী করে। র‌্যালীটি সোনারগাঁও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়।

add-content

আরও খবর

পঠিত