সোনারগাঁয়ে ট্রলার ডুবিতে নিহত-আহতদের ক্ষতিপূরণের ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ট্রলার যোগে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় আহত প্রত্যেককে ইসির পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় উদ্ধার হওয়া আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহত ১২ জনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। যেকোনো সময়, যে কেউ এমন দুর্যোগের শিকার হতে পারেন। তবে আরও সতর্ক হলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো যেত বলে তিনি মনে করেন। কোনো অনিয়ম হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথাও জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ডিসি মো. রাব্বি মিয়া, ইউএনও অঞ্জন কুমার সরকার, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত