সোনারগাঁয়ে জ্বর-সর্দিতে এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ উপজেলায় জ্বর-সর্দিতে অসুস্থ হয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকায় করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে জ্বর, স‌র্দি নিয়েই ওই ব্যক্তি ইউনিয়নের সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন। এলাকার অনেকেই সে সময় তাকে মসজিদে যেতে বাধা দেয়। এর মধ্যেই রোববার সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, মৃত্যুর আগে ওই ব্যক্তির সর্দি, কাশি ছিল বলে শুনেছি। লোকজন পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি ৫ বছর ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তাই ওই এলাকা লকডাউনের প্রয়োজন নেই।

add-content

আরও খবর

পঠিত