নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, অগ্নি নির্বাপন, উদ্ধার ও ভ‚মিকম্প মহড়ার মধ্য দিয়ে ১০ মার্চ রবিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি (অপারেশন) আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াছিনুল হাবিব তালুকদার, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সারোয়ার আলম সুজন, সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান, ইউআরসি ইন্সট্রাকটর নাসরিন জাহান পপিসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- উপজেলার বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা, বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মল্লিক মঞ্জুর হোসেন হিরু, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু প্রমুখ।