নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে খৃষ্টান সন্ত্রাসী কর্তৃক শুক্রবার জুমআ-এর নামাজের প্রস্তুতিকালে জঙ্গি হামলার প্রতিবাদে গ্র্যাজুয়েট ফাউন্ডেশন মানববন্ধন করেন। শনিবার (১৬ মার্চ) বাদ আসরের পর সোনারগাঁ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনের রাস্তায় নির্মমহত্যাকান্ডের বিচারের পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের সদস্যরা মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত দূর-দূরান্ত থেকে আসা সকল সদস্য ও এলাকারসর্বস্তরের জণগন একাত্মতা প্রকাশ করে এই নির্মম ভাবে হত্যা কান্ডের তীব্র নিন্দা ও তার পাশাপাশি ঐ খৃষ্টান সন্ত্রাসী কুলাঙ্গার কে প্রকাশ্যে বিচারের দাবি জানায়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, গ্র্যাজুয়েট ফাউন্ডেশনেরমাই টিভি এর সিনিয়র সম্পাদক ও গ্রাজুয়েট ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লা, প্রধান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শাহিন, বিজয় টিভির বন্দর ও সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক দ্বীন ইসলাম অনিক, সাপ্তাহিক জাতীয় পত্রিকার বাংলার সাথীর ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ মোহাম্মদ নাহিদ, মিমরাজ হোসেন রাহুল, রাসেল শাহীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সোনারগাঁয়ের ধর্ম প্রাণ মুসলিম জনতা। পরিশেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করে মানববন্ধন সমাপ্ত হয়।