নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে বিভিন্ন স্কুলের সামনে থেকে স্কুলের পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ৩ বখাটের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্তরা হলো, মো. শাহীন(২০) পৌর এলাকার দিঘিরপাড় গ্রামের ছোবহান মিয়ার ছেলে, শিমুল(২১) আমিনপুর এলাকার মাইন উদ্দিনের ছেলে ও মো. আব্দুল্লাহ (২০) দিঘিরপাড় গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁও জি আর ইনিস্টিটিউশন এর সামনে ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে সোমবার সকালে শাহীন, শিমুল ও আবদুল্লাহ নামের তিন বখাটেকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো. শাহীনকে ৩মাস, শিমুলকে ৪ মাস ও মো. আবদুল্লাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।