নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজহরদী ও তার আশপাশ এলাকায় ইটভাটার মাটি সন্ত্রাসীদের কারণে ৩ শত বিঘা জমিতে ধান চাষের প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি রক্ষার্থে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৪০ বছরের অধিক সময় ধরে স্থানীয় পঞ্চমীঘাট ও কেওঢালা মৌজার কিছু অংশ নিয়ে প্রায় ৩ শত বিঘা জমিতে ওয়ার্ডের কৃষকরা ইরি ধান চাষের প্রজেক্ট পরিচালনা করে আসছে। কিন্তু কিছু মাটি সন্ত্রাসীরা রাতের অন্ধকারে চুরি করে ও দিনের বেলায় হুমকি-ধমকি দিয়ে কৃষকের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। যার ফলে ইরি প্রজেক্ট বন্ধ হবার উপক্রম হয়েছে।
কৃষকরা চাষাবাদের জন্য জমি প্রস্তুত করতে গেলে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে পানি সেচের জন্য একটি স্যালো পাম্প বসানোর ঘর নির্মাণ করলে সন্ত্রাসীরা ঘরটির বেড়া খুলে নিয়ে যায় ও ঘরটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ইরি প্রজেক্টের পানি চলাচলে নির্মাণ করা ড্রেনেজ ব্যবস্থা ভেকু দিয়ে ভেঙ্গে ফেলে এবং জমির উপর দিয়ে শক্তিশালী ট্রাক্টর চালিয়ে মাটি পরিবহনের মাধ্যমে কৃষি জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কতিপয় মাটি সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে এলাকার ৩শত বিঘা ইরি চাষের কৃষি জমি রক্ষার মনেপ্রাণে কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি পেয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখতে সোনারগাঁ থানা পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে।