নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলাধীন পঞ্চমীঘাট স্কুল এর ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আখিঁ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্র্যাজুয়েট ফাউন্ডেশন। মানববন্ধনে ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের দাবী জানানো হয় ।
শনিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় স্কুল এর সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকগন মানববন্ধনের অংশগ্রহন করেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক বলেন, হত্যাকারীর সুষ্ঠ বিচারের জন্য আমরা প্রয়োজন হলে প্রধান মন্ত্রীর দরবারে হাজির হবো, যেকোনো মূল্যে আমরা এই হত্রাকান্ডের বিচার চাই। স্থানীয় জনপ্রতিনিধি আশাবদ্দিন ও মহিলা সদস্য রোকসানা বেগম বলেন, আমাদের সমাজের কোন নারীর যেনো এমন ঘটনা না ঘটে সেজন্য আমরা ব্যাবস্থা গ্রহন করবো এবং সামাজিক ভাবে অপরাধীদের বয়কট করবো।
৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের জোড় দাবী জানিয়ে গ্র্যাজুয়েট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং মাইটিভির সিনিয়র সম্পাদক মো. মামুন মোল্লা বলেন- যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত সাকিবকে গ্রেফতার ও শাস্তির ব্যাবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।এসময় গ্র্যাজুয়েট ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম শাহিন বলেন, গ্র্যাজুয়েট ফাউন্ডেশন সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্র্যাজুয়েট ফাউন্ডেশন এর পরিচালক রাজিব, কায়সার, ফারুক, আলআমিন, আনিসুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, হাজী সেলিম সরকার, রফিকুল ইসলাম, ওবায়দুল্লাহ বাদল সহ আরোও অনেকে।