সোনারগাঁয়ে ভূয়া এমবিবিএস ডাক্তার আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে কাচঁপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব থেকে দুই ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করেছে র‌্যাব। এ সময় হাসপাতালটির এমডিকেও আটক করা হয়।  সোমবার (০১ জুলাই) রাত ১০টায় সোনারগাঁয়ের ওই হাসপাতালে রোগী দেখার সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন, ভুয়া চিকিৎসক সোলায়মান, উৎপল ও হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফুজ্জামান লিটন।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর নাজমুস সাকিব জানান, সোলায়মান ও উৎপল দুজন মেডিকেল অ্যাসিসটেন্ট। তবে হাসপাতালটির মালিক পক্ষের যোগসাজশে নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণাও করতেন তারা। এছাড়া হাসপাতালটির অনুমোদন তিন বছর আগে শেষ হয়েছে। ল্যাব স্থাপনের জন্য পরমাণু শক্তি কমিশনের ছাড়পত্রও নেই।

তিনি আরো বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ও কাগজ পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পায়। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেয়া দুই ভুয়া ডাক্তারসহ হাসপাতালের এমডিকে হাতেনাতে আটক করা হয়। ডাক্তার দাবিদার দুজন এমবিবিএসের সনদ দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

add-content

আরও খবর

পঠিত