সোনারগাঁও পৌরসভায় ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ৩০ই জুন বুধবার দুপুরে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৪ লাখ ২২ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা। সোনারগাঁওঁ পৌরসভা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট পেশ করেন সোনারগাঁও পৌরসভার মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া।

এ সময় মেয়রের পক্ষে বাজেট পাঠ করেন পৌরসভার সচিব মো. শামসুল আলম। ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদেকুর রহমান। বাজেটে আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। তবে এ বছর পৌর কর বাড়ানো হয়নি।

add-content

আরও খবর

পঠিত