সেতুর নির্মাণ মাঝপথে বন্ধ হওয়ায় জনদুর্ভোগ, এমপি সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোটবাগ থেকে ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ রাস্তার সংযোগ সেতুটির নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক মাঝপথে হঠাৎ বন্ধ করে দেওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শুধুমাত্র এই সংযোগ সেতুর নির্মান শেষ না হবার কারণে ৪নং ওয়ার্ডের ছোটবাগে অবস্থিত এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র ‘সামাজিক বিজ্ঞান পরিষদ’ হয়ে ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ হয়ে ঢাকা-চট্রগাম হাইওয়েতে মিলিত হওয়া ১ কিঃ মিঃ রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। ইউনিয়ন পরিষদের নিয়ম নীতি অনুসরণ করে সিডিউল আহবান করে ও সরকার কর্তৃক পদত্ত ইউনিয়ন পরিষদের বাজেটের মাধ্যমে উক্ত রাস্তা ও ব্রীজ নির্মানের অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু দীর্ঘ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তার কোন কাজ আরম্ভ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান, এমনকি নির্মানাধীন ব্রীজটির কাজও মাঝপথে রেখে পালিয়ে গেছে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এমনটাই জানিয়েছেন স্থানীয় ভূক্তভোগীরা।

বর্তমানে ব্রীজটির দৈন্যদশার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে গমনেইচ্ছুক এ অঞ্চলের শ্রমিকরা, বিভিন্ন স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং শিশু ও বয়স্কদের চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। দেওয়ানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দেওয়ানবাগ জামিয়াতুস শুহাদা মাদ্রাসার শিক্ষার্থীরাও এ ব্রীজের কারণে চলাচল করতে পারছেনা। বিগত কয়েকদিনে এ ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে গিয়ে প্রায় ৫০-৬০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এ মরণফাঁদ থেকে অত্র অঞ্চলের সবাইকে রক্ষার্থে দ্রুত ব্রীজ ও রাস্তার নির্মাণ শেষ করার দাবীতে না’গঞ্জ-৫ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন সকলে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত