নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে আধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পুকুরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনটি মটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, এলাকায় অধিপাত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে যুবদল থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী নাজিম উদ্দিন নাজুর সঙ্গে যুবলীগ নেতা রাসেলের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা অঅওয়ামীলীগের সাধার সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে দেখা করতে আসেন নাজিম উদ্ধিন নাজু ও তার সহযোগী। ওই কার্যালয়ে আগে থেকেই অবস্থান করেছিল যুবলীগ নেতা রাসেল ও তার সহযোগীরা। এ সময় পূর্ব বিরোধকে কেন্দ্র করে রাসেল এর সঙ্গে নাজিম উদ্দিন এর কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে এক পক্ষে আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা নিয়ে ঝাপিয়ে পড়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে লোকজন নিয়ে আসায় যুবলীগ নেতা রাসেলের কর্মী-সমর্থকদের বাধা দিয়ে আসছিল নাজু গ্রুপের লোকজন। বিষয়টি রাসেল মঙ্গলবার রাতে নাজুকে জিজ্ঞাসা করলে নাজু গ্রুপের সমর্থকরা দলবল নিয়ে এসে রাসেল গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, নাজিম উদ্দিন নাজু সদ্য আওয়ামী লীগে যোগদান করেছেন বলে শুনেছি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।