নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার সহ তৎসংলগ্ন এলাকায় ২৯ সেপ্টেম্বর শনিবার বিকালে নৌকার মনোনয়ন প্রত্যাশা করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের চলমান গণসংযোগে নেতা-কর্মী ও গণমানুষের ঢল দেখা গেছে।
সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান সুজনের সার্বিক তত্বাবধানে আয়োজিত উক্ত গণসংযোগ শেষে সাবেক এমপি কায়সার এক বক্তৃতায় উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, সমগ্র বাংলাদেশে আজ উন্নয়নের ছোয়া লেগেছে এবং তার পাশা-পাশি নৌকার জোয়ার উঠেছে। আমরাও সেই জোয়ারের অংশীদার হতে চাই। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে ধ্বংস করতে ষড়যন্ত্রের জ্বাল বুনে যাচ্ছে। সকল ষড়যন্ত্র, বাধা ও বিপত্তিকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বাঁচাতে হলে প্রত্যেককে সজাগ থাকতে হবে। দেশের একটি গুরুত্বপূর্ণ আসন সোনারগাঁয়ে এবার জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ নৌকার মনোনয়ন দিবেন। ২০০৮ সালে প্রতিপক্ষ রেজাউল করিমকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে যেমনি ভাবে নৌকার বিজয় নিশ্চিত করেছিলাম, ঠিক তেমনি একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনেও নেত্রী মনোনয়ন দিলে সকলকে সাথে নিয়ে আবারও নৌকাকে বিজয়ী করব ইনশাল্লাহ।
আর সেজন্য প্রয়োজন ঐক্যবদ্ধতা। তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন এবং নৌকার পক্ষে কাজ করার জন্য প্রস্তুতি নিতে থাকুন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের কথা ভেবে ঘরে ঘরে নৌকার প্রচারণা চালাতে হবে। আমি প্রস্তুত আপনাদের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রচারনা চালাতে। বৈরী আবহাওয়া উপক্ষো করে গণসংযোগে অংশ নেয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
উক্ত গণসংযোগে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ-সভাপতি মাছুম চৌধুরী, রাশেদ আহম্মেদ মঞ্জু, আরমান আহমেদ মেরাজ, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোলায়মান সুজন, সহ-সভাপতি কাওছার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সহ সম্পাদক মোস্তফা কামাল, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুব পারভেজ, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকার, প্রজন্ম লীগ নেতা ফয়সাল হোসেন, জুয়েল ও কাওছার, সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহালম, সা. সম্পাদক মোহাম্মদ আলী, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী ভান্ডারী ও সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, সনমান্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় এলাকাবাসী উক্ত গণসংযোগে অংশ নিয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে নেচে গেয়ে কর্মসূচিটিকে সাফল্যমন্ডিত করেন।
ইউনিয়নের বাংলাবাজার সহ আশেপাশের কয়েকটি এলাকায় গণসংযোগে শেখ হাসিনার উন্নয়নের প্রচারণা চালিয়ে নৌকায় ভোট চাওয়া হয় এবং উক্ত গণসংযোগের পূর্বে দুপুর ২টায় অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঈমানেরকান্দী এলাকায় সমবেত সকল নেতা-কর্মীদের নিয়ে অত্র ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার।