নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এর পক্ষে মহামারি করোনা ভাইরাসের গ্রাস থেকে রক্ষার্থে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসক এবং নার্স ও বয়দের মাঝে র্পাসোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুর ২ টায় র্পাসোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিরতণ করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
এ সময় খানপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সহ দায়িত্বরত বয় ও নার্সের মাঝে পিপিই তুলে দেন। পরে নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও আসাদুজ্জামানের হাতে জরুরী বিভাগের চিকিৎসক সহ দায়িত্বরত বয় ও নার্সেদের পিপিই তুলে দেন আবুল কাউছার আশা।
এ সময় আবুল কাউছার আশা বলেন, যারা নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। দু:খ জনক হলেও সত্য বাংলাদেশে করোনার চিকিৎসা দিতে গিয়ে দুইজন ডাক্তার আক্রান্ত হয়েছে। তাই সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম চিকিৎসকদের জন্য এ উদ্যোগ গ্রহন করেছেন। যাতে করে নারায়ণগঞ্জ খানঁপুর হসপাতাল ও নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসক, নার্স ও বয়রা যাতে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকে।