নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, সংস্কৃতির বিকাশে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলেও সংস্কৃতির চর্চা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গড়ে তোলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ শুরু করেছে। মঙ্গলবার বিকালে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সোনারগাঁ অঞ্চলে এক সময় বিখ্যাত মসলিন কাপড় তৈরি হতো। বর্তমানে মসলিনের হাত ধরে সোনারগাঁয়ে জামদানি তৈরি হচ্ছে। যা দেশ-বিদেশে সুখ্যাতি অর্জন করেছে।
তিনি আরো বলেন, এরইমধ্যে ১৬৪ কোটি টাকা ব্যয়ে জয়নুল আবেদিনের জন্মভূমি ময়মনসিংহে শিল্পাচার্যের সংগ্রহ শালার উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে। আমরা ময়মনসিংহের সঙ্গে সোনারগাঁয়ের যোগসূত্র ঘটাতে চাই।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, নারায়ণগঞ্জের ডিসি মো. জসিম উদ্দিন, এসপি জায়েদুল আলম পিপিএম, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউএনও রকিবুর রহমান খান প্রমুখ।