সংসদে এমপি খোকার প্রশ্নের উত্তরে যা বললেন শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৩রা ফেব্রুয়ারি রবিবার জাতীয় সংসদের অধিবেশনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ব্যাপারে সরকারের ইচ্ছা প্রসঙ্গে জানতে চেয়ে প্রশ্ন করেন। এর উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সোনারগাঁয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪২টি। যার মধ্যে স্কুল ২৯টি, কলেজ ৪টি ও মাদ্রাসা ৯টি।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ২০০৯ সাল থেকে শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অবশিষ্ট স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে অনলাইন এ আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং তা যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত