নারায়ণগঞ্জ বাতা ২৪ : নারায়ণগঞ্জে শ্রমজীবী নারীদের জন্য ৯তলা বিশিষ্ট হোস্টেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় এই হোস্টেল নির্মাণ করা হচ্ছে। ৫৫ একর জমির উপর ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই হোস্টেলে ৭০০ জন শ্রমজীবী নারী বসবাস করতে পারবেন। ৭ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ময়মনসিংহপট্টিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এই হোস্টেল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গত কয়েক বছরের বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল ঘটনা। শ্রমজীবী নারীদের জন্য এই স্থাপনাও তার আরেকটি উদাহরণ।
প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু আরো বলেন, আজকের অনুষ্ঠানের আরেকটি বৈশিষ্ট হচ্ছে এটি সর্বদলীয় প্রোগ্রাম। এখানে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির সকলেই এসেছেন। এটা ভাল, এটাই হওয়া উচিত। উন্নয়নের স্বার্থে সবাই এক।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সেনা কল্যান সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক শিববনাথ রায়, বন্দর উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবলু জাহের, জেলা শ্রমিকলীগের সভাপতি নাজিম উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হকে নিপু ও আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ বিএনপি দলীয় জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তাবৃন্দ।