শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে সকল ধর্মের মানুষ মিলে মিশে বাস করতে পারছে

নারয়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে সকল ধর্মের মানুষ মিলে মিশে বাস করতে পারছে। মুসলিম-হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষেরা প্রত্যেকে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক বজায় রেখে সমাজে এক সাথে বাস করছে। ভ্রাতৃত্ববোধের এক অপার দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ।

তিনি আরও বলেন, ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে আপনাদের দোয়া, ভালবাসা ও ভোটে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি এবং সকলের কল্যাণে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আবারও শেখ হাসিনা মনোনয়ন দেন তাহলে নৌকাকে বিজয়ী করে সকল ধর্মের মানুষের কল্যাণে পূর্বের ন্যায় কাজ করে যাব। সকলে ঐক্যবদ্ধ হন এবং নৌকার পক্ষে কাজ করতে সংগঠিত হন। কারণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

১৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আওতাধীন ভরট পূজা উদযাপন কমিটির পূজা মন্ডপ, নয়াপুর শ্রী শ্রী দূর্গা মন্দিরের পূজা মন্ডপ ও পঞ্চমীঘাট বাজারে দেশের খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী অমল পোদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দেওয়ান শরীফ ও আরিফ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক রোমান মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিঃ শাহীন, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী আঃ মান্নান, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সা. সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রূপন পাল, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা, সহ-সভাপতি সোহেল, ক্রীড়া সম্পাদক পারভেজ মোল্লা, যুবলীগ নেতা জয়নাল, নাজমুল ও আকিবুর, আইয়ুব নবী, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীন, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূঁইয়া সুমন, সহ-সভাপতি আল মামুন দেওয়ান, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ আহম্মেদ মঞ্জু, সা. সম্পাদক শরিফ সরকার, আওয়ামী লীগ নেতা আসাদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মোল্লা মাসুম, সা. সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা ফয়সাল ও জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা বিল্লাল, নাসির উদ্দিন, জাহাঙ্গির, সুখন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, সংরক্ষিত মহিলা মেম্বার রোকসানা বেগম, সুভাষ ভৌমিক, রিপন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও পূজার সাথে সম্পৃক্ত সকল হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত