শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার রুপকার : ডা. বিরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেছেন, আজকের খেলাটি যথেষ্ট উপভোগ্য ও সৌহার্দ্যপূর্ণ ছিলো। উভয় দলকে, আয়োজক কমিটি ও সর্বস্তরের সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি। এ ধরণের খেলা যুবকরা অব্যাহত রাখবে বলে আমার প্রত্যাশা। আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে সমগ্র দেশব্যাপী যে কাউন্টডাউন শুরু হয়েছে তার আলোকে আমরাও বিভিন্ন আনন্দ উৎসবের মাধ্যমে সে কাউন্টডাউন শুরু করছি। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, একটি উন্নত ও মধ্যম আয়ের দেশ গড়ার রুপকার। প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশমত আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুজিববর্ষ পালনের অঙ্গিকার ব্যক্ত করছি।

১০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মালিপাড়া খেলার মাঠে মালিপাড়া যুব সংঘের উদ্যোগে মরহুম ইব্রাহীম ভূঁইয়া (দুলু) চেয়ারম্যান স্মৃতি স্মরণে ৯ম তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণীর প্রাক্কালে প্রধান অতিথি’র বক্তৃতায় ডাঃ বিরু এসব কথা বলেন।

উক্ত খেলায় জামপুর ইউপি চেয়ারম্যান হা-মীম শিকদার শীপলু এর সভাপতিত্বে, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলুর সার্বিক তত্বাবধানে উদ্বোধক হিসেবে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খাঁন আবু, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শাহজাহান খাঁন ও আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক ও সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকু, সাধারণ সম্পাদক মোমেন মিয়া, সাংগঠনিক সম্পাদক হালিম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান শুভ, যুবলীগ নেতা মোখলেছ, বাবুল মিয়া, শামীম ভূঁইয়া, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন ও সদস্য সচিব সৈয়দ শামীম, ব্যবসায়ী দুলাল ভূঁইয়া, জামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সি. সহ-সভাপতি ও বিজয়ী দলের পরিচালক আজিজুল হক, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আ. আলিম, সাধারণ সম্পাদক রানা, সহ-সভাপতি মোবারক, প্রেম মোস্তফা এলাহী, জসিম, সাংগঠনিক সম্পাদক আওলাদ রাজু, ছাত্রলীগ নেতা জাহিদ, আসাদ, সজিব, নাজমুল, আবির, সাইফুল ও অন্তর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মহজমপুর উত্তর কাজীপাড়া ৩-০ গোল ব্যবধানে মাঝেরচর হাই স্কুল দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে। আগন্তক অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

১০ জানুয়ারি সমগ্র দিন নানান কর্মসূচি পালন ও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন ডা. আবু জাফর চৌধুরী (বিরু)। কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে তার অনুগামী নেতা-কর্মীরা সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বিকেল ৩টায় উপজেলার তালতলা বাজার থেকে মালিপাড়া পর্যন্ত আনন্দ র‌্যালী করেন, মালিপাড়ায় মরহুম ইব্রাহীম ভূঁইয়া (দুলু) চেয়ারম্যানের কবর জিয়ারত ও দোয়া করা হয়, ফুটবল খেলার পুরস্কার বিতরণী শেষে ডাঃ বিরুর উদ্যোগে ফানুস উড়িয়ে ও নানান রংয়ের আতশবাজী ফুটিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হয়, বাদ মাগরিব ইউনিয়নের বুরুমদিতে এডভোকেট শাহাজাদার বাসভবনে দোয়া মাহফিল এবং রাতে মহজমপুর বাজার সংলগ্ন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. বিরু পুরস্কার বিতরণ করেন।

add-content

আরও খবর

পঠিত