নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেড-জাহাজের মুখোমুখি সংঘর্ষে মাসুদ খলিল নামে এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাসুদের মরদেহ উদ্ধার করে মোক্তারপুর ফাঁড়ি নৌ-পুলিশ। এর আগে সকালে শীতলক্ষ্যা মেট্রো সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ফ্রেশ সিমেন্ট জাহাজের নাবিক ছিলেন।
মোক্তারপুর ফাঁড়ির ইনচার্জ নেওয়াজ উদ্দিন জানান, সকালে শীতলক্ষ্যা নদী দিয়ে ফ্রেশ কোম্পানির পাঁচ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজটি যাচ্ছিল। মেট্রো সিমেন্ট ফ্যাক্টরির সামনে পৌঁছালে দাদা-নাতি নামে একটি বাল্কহেডের সঙ্গে জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন। এছাড়া পাঁচ হাজার বস্তা সিমেন্ট ডুবে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় বাল্কহেডসহ নাবিক মাসুদ রানা ও সুকানি ইব্রাহীম খলিলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।